সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহামারী ক‌রোনাভাইরা‌সের শনাক্তে নতুন রেকর্ড ১১৫২৫, আরও ১৬৩ জনের মৃত্যু

দেশে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছেন। আগের দিন শনাক্ত হয়েছিল ৯ হাজার ৯৬৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনে।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩৩ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন