শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সাদার্ন ভার্সিটির ক‌ম্পিউটার সা‌য়েন্স বিভা‌গের প্রধান হ‌লেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সাদার্ন ইউনিভার্সিটির ক‌ম্পিউটার সা‌য়েন্স বিভাগের প্রধান হিসা‌বে দা‌য়িত্ব পে‌লেন সহকারী  অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আল‌ম।
মঙ্গলবার ৬ জুলাই ২১ ইং ইউ‌নিভা‌র্সি‌টি যথাযথ কর্তৃপক্ষের লি‌খিত আ‌দে‌শে সহকারী অধ্যাপক মোঃ জাহা‌ঙ্গির আলম এ দা‌য়িত্ব পান ব‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বিশ্ব‌বিদ্যালয়ের রে‌জিষ্টার ড. মোজা‌ম্মেল হক।

মোঃ জাহাঙ্গীর আলম ২০০৯ সা‌লে প্রভাষক হিসা‌বে যোগদান ক‌রেন সাদার্ন ইউনিভার্সিটির ক‌ম্পিউটার সা‌য়েন্স বিভাগে ,তাঁর মেধা ও কর্মদক্ষতায় শিক্ষাকার্যক্র‌মে অন্যান্য অবাদান রাখায় ২০১৪ সা‌লের সহকারী অধ্যাপক হিসা‌বে প‌দোন্ন‌তি দেওয়া হয়। সততা আর নিষ্টার সা‌থে দীর্ঘ ৮ বছর এই প‌দে থে‌কে পাঠদান ক‌রে আসার প‌র ওই ডিপার্ট‌মেন্টর প্রধান হিসা‌বে তাঁ‌কে এ দা‌য়িত্ব দেওয়া হয় ।

সাদার্ন ইউ‌নিভা‌র্সি‌টির কম্পিউটার বিজ্ঞান বিভা‌গে দীর্ঘ ১৩ বছর ধ‌রে প্রথ‌মে প্রভাষক প‌রে সহকারী অধ্যাপক হিসা‌বে বেশ সুনা‌মের স‌হিত দা‌য়িত্ব পালন করে আস‌ছি‌লেন। ছাত্র‌দের অত্যান্ত প্রিয় মুখ মোঃ জাহাঙ্গীর আলম স্যার । সাদার্ন বিশ্ব‌বিদ্যাল‌য়ের ক‌ম্পিউটার বিজ্ঞান বিভা‌গ থে‌কে তাঁর অ‌নেক ছাত্র ছাত্রী স্নাতক ও স্না‌ত‌কোত্তর ডিগ্রী লাভ ক‌রে দেশ এবং দে‌শের বাই‌রে বি‌ভিন্ন প্র‌তিষ্টা‌নে কর্মরত র‌য়ে‌ছেন।

বন্ধুত্ব সুলভ সদা হাসস্যাজ্জল এই ব্য‌ক্তি পাঠদা‌নে ছাত্র ছাত্রী‌দের‌কে নি‌জে‌র স‌র্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা ক‌রে। তাই‌তো ছাত্র‌দের‌কে তি‌নি ক্লা‌সে ব‌লেন ক‌ম্পিউটার বিজ্ঞান বিষয়টি তাদের জন্যই, যাদের এ নিয়ে আগ্রহ আছে। এখন কম্পিউটারের যুগ। এই গোটা যুগটা কীভাবে কম্পিউটারের হয়ে যাচ্ছে—এ সম্পর্কে জানার ইচ্ছা  বা কৌতহুল যাদের র‌য়ে‌ছে, মূলত তাদের জন্যই কম্পিউটার বিজ্ঞান।

৬ জুলাই ২১ ইং তা‌রি‌খে সাদার্ন ইউনিভার্সিটির ক‌ম্পিউটার সা‌য়েন্স বিভাগের প্রধান হিসা‌বে তাঁর এই দা‌য়ি‌ত্বের পাওয়ার ‌বিষয়টা সামাজিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে পড়‌লে ছাত্র ছাত্রী এবং বি‌ভিন্ন শিক্ষানুরাগীসহ সর্বমহ‌লে প্রশংসার ঝড় উ‌ঠে।
ই‌তিম‌ধ্যে সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ২২ টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বতর্ম‌ান ক‌রোনাকালীন সময়ে কিভা‌বে শিক্ষা ব্যবস্থা চা‌লি‌য়ে যা‌চ্ছেন তা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত গাইডলাইন অনুসরন ক‌রে এবং একই সা‌থে  বিশ্ব‌বিদ্যাল‌য়ের নিজস্ব  সফটওয়্যা‌রের মাধ্য‌মে ভার্চুয়ালী ছাত্র ছাত্রী‌দের ভ‌র্তি , টিউশন ফি গ্রহন, ক্লাস পর্য‌বেক্ষণসহ যাবতীয় সকল প্রকার শিক্ষাকার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছেন ।

বর্তমান শিক্ষাব্যবস্থা বিষ‌য়ে  সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম ব‌লেন আমাদের শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়নের সঙ্গে সঙ্গে সদাচার ও সততাকেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করা অতি জরুরি। আমি মনে করি, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সাংস্কৃতিক মান, সততার মাত্রা, দেশপ্রেম, মানবতাবোধ ও ন্যায়বোধের পরীক্ষা নেওয়াও প্রয়োজন। শিক্ষার্থীদের পরীক্ষার্থীতে পরিণত করার পরিবর্তে তাদের সৎ নাগরিক হিসাবে গড়ে তোলার বিষয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত।

সাদার্ন ইউ‌নিভা‌র্সি‌টি কর্তৃপক্ষ তাঁর উপর যে অ‌র্পিত দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে তা যথাযথ ভা‌বে পালন ক‌রার পাশাপা‌শি সাদার্ন বিশ্ব‌বিদ্যালয়ের ক‌ম্পিউটার ডিপার্ট‌মেন্ট‌কে এক‌টি আধু‌নিক যুগ‌পো‌যোগী বিভাগ হিসা‌বে গ‌ড়ে তুল‌বেন ব‌লেও  জানান তি‌নি ।

শেয়ার করুন