সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৭১৩ জন

ক্রমশ বেড়ে চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। একদিনের ব্যবধানে চট্টগ্রামে মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭১৩ জন। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৬২ হাজার ৯১৩ জন। এইদিন করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জন বাঁশখালী‌তে ৫  জন , আ‌নোয়ারা ০ ৬ জন, চন্দনাইশ ১৩ জন, বোয়ালখালী  ১ ৪ জন, লোহাগাড়া ৭ জন, রাঙ্গু‌নিয়া ৯ জন,  রাউজান  ২৭ জন,  হাটহাজারী‌তে ৫৮ জন , মিরশ্বরাইতে ১৭ জন, সন্দী‌পে ১৫  :শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৭৭ জন এবং উপজেলায় ২৩৬ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ২ জন নগরে।
করোনা সংক্রমণ উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তিনি।

শেয়ার করুন