বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে শিরিষ তলায় অমর একুশে বইমেলা শুভ উদ্বোধন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

বন্দর নগরীর সিআরবি শিরিষ তলা মাঠের অমর একুশে বইমেলা মঞ্চে ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪ নয় ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।  এই  মেলা চলবে আগামী ২রা মার্চ পর্যন্ত।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম, রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বইমেলায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম, চসিকের প্যানেল মেয়র, অধ্যাপক নিছার আহমেদ মনজু সহ চসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, লেখক -সাংবাদিক ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে।
মেলায় রাখা হয়েছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, লেখক আড্ডাসহ নারী কর্নার ও সেলফি কর্নার।
দেওয়া হবে জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার।
অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিরা বেলুন উড়িয়ে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন