সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দর নগরীর ৩৭নং মুনির নগর ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ

মুহাম্মদ  মহিউদ্দিন ।।
কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে,এবং সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিলের আহবানে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, নগরীর ৩৭নং মুনিরনগর ওয়ার্ডস্থ, মুন্সিপাড়া প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গনে, সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে সোমবার ১ এপ্রিল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন,
চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন,উদ্ধোধক অতিথির বক্তব্য রাখেন  চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।

নগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা দেবাশীষ পাল দেবুর সার্বিক সহযোগিতায় ও যুবনেতা সালাউদ্দিন বাবরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, যুব সংগঠক হাসার উদ্দিন সোহেল সহ ৩৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন