মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিবেদক।।
বন্দর নগরীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর উদ্যোগে স্থানীয় আমির হোসেন দুবাষ সড়ক মিশমাক মরিগান ভেন্যুতে ২৬ এপ্রিল বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ব্লাড গ্রুফ নির্ণয়, ডায়াবেটিকস টেস্ট এবং নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন নাজমা হোসাইনের সভাপতিত্বে ও লায়ন কাজী মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব international ডিস্ট্রিক্ট ৩১৫ বি4 গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোসলে উদ্দিন অপু , একুশে পদক প্রাপ্ত গুণিজন লায়ন আলহাজ্ব রফিক আহমেদ (পিডিজি)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এলটিআই কো-অর্ডিনেটর, লায়ন আবু মোরশেদ ও লায়ন্স ক্লাব চিটাগং বন্দর নগরীর প্রেসিডেন্ট লায়ন আশফাক চৌধুরী।
লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন সারা বিশ্বের ২শ দশটি দেশের মধ্যে ১৪ লক্ষ লোক নিজদের অর্থ যোগান দিয়ে জাতির যেকোনো দুর্যোগ ক্রান্তিলগ্নে মানুষের সেবায় বিভিন্ন কাজ করে থাকেন। বছরব্যাপী লায়ন্স ক্লাব মানবতার সেবায় কাজের অংশবিশেষ একটি শক্তিশালী ক্লাবের ভূমিকায় চিটাগাং বাতিঘরের এই কার্যক্রম বলে জানান জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন।
অন্যদিকে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন নাজমা হোসাইন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি সহ কার্যক্রমের সহযোগিতা করায় ক্লাবের সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় অন্যান্যদের মাঝে আরএলসি লায়ন অসিত সেন, আরএলসি লায়ন এমএ মুসা বাবুল, জেড-এলসি লায়ন মানিক রতন শর্মা, ক্লাব সেক্রেটারি লায়ন শামসুন্নাহার ঝুমু, ক্লাব ট্রেজারার লায়ন জালাল উদ্দিন সিকদার , ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন প্রদীপ চক্রবর্তী, লায়ন নোবেল কিশোর চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি লায়ন এম নুরুল আনোয়ার ও লায়ন আকাশ বসাক সহ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।












