শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ট্রাকের ধাক্কায় ভেঙে গেল আখতারুজ্জামান ফ্লাইওভারের হাইড ব্যারিয়ার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে হাইড ব্যারিয়ার। বুধবার (২৪ আগস্ট) সকালে ফ্লাইওভারের দুই নাম্বার গেট হতে অক্সিজেন অংশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রান দাশ নামের এক বাইক আরোহি।

ফ্লাইওভারের নিচের অংশে স্থানি বাসিন্দা রমজান আলী বলে, হঠাৎ দুপুরে ১২ টার দিকে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কা লাগে। এতে উপর থেকে ঢালাই পাথর খসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এদিকে হাইড ব্যারিয়ারে ট্রাকের ধাক্কা লাগা অংশে ফ্লাইওভারে নিচের দিকে হেলে পড়েছে ইউসিবির বিলবোর্ড। যে কোন মুহূর্তে ঘটতে পারতো বড় দুর্ঘটনা।

এ বিষয়ে খুল‌শী থানার ও‌সি বলেন, ট্রাক‌টি থানা হেফাজতে আছে। ট্রাকের ড্রাইভার‌ আহত হয়েছেন, তাকে মে‌ডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন