মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর। ।
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির ২০২৪-২০২৫ সেবাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । সম্প্রতি ক্লাবের এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিনকে সভাপতি, লায়ন মোঃ সাফায়েত হাসান চৌধুরী সেক্রেটারী এবং লায়ন মোঃ মোরশেদুল আলম আরিফকে ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়।
লায়ন এস এম কুতুব উদ্দিন বলেন,লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন থেকে ক্লাবের সাথে রয়েছি সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করাই ক্লাবের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সভ্যতার বিবর্তনের হাত ধরে মানুষের চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে সেবার পরিধি বেড়েছে তাই একজন সমাজকর্মী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের সেবা করতে চাই।
নির্বাচিত নেতৃবৃন্দ নব গঠিত কমিটি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২৪-২০২৫ সেবাবর্ষের জন্য ক্লাবের সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন।












