সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক ।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ বিষয়ে বলেন, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন চট্টগ্রামের এই প্রভাবশালী এমপি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

 

শেয়ার করুন