শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রোটারী ক্লাব অব চিটাগং চমাশিহা অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে অনুদান প্রদান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

রোটারী ক্লাব অব চিটাগং এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের জন্য নগদ অনুদান ও একটি ফ্রিজ প্রদান করা হয়। অদ্য ১৮ জানুয়ারি রোটারী ক্লাব অব চিটাগং এর পক্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান জাফর অনুদানের চেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং জেনারেল সেক্রেটারী  মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর নিকট হস্তান্তর করেন। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু তার নিজের পক্ষ থেকে এসময় শিশু বিকাশ কেন্দ্রের জন্য ১ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট  আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাইফুল আলম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, শিশু নিওরোলজির সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার লুবনা, সহকারী অধ্যাপক ডা. রেহেনা আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম মুরাদ ও শিশু বিকাশ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। রোটারী ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান জাফর বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে রোটারী ক্লাব অব চিটাগং এর সম্পর্ক এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই। রোটারী ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি ও প্রাক্তন জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার এল. কে. সিদ্দিকী, প্রাক্তন সভাপতি প্রফেসর এ এস এম ফজলুল করিম, প্রাক্তন সভাপতি প্রফেসর ডা. এম নূরউন নবী, পিডিজি আমিনুজ্জামান ভূঁইয়া, ডা. মাইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু প্রত্যেকেই এই হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ক্লাবের পক্ষ থেকেও হাসপাতালের জন্মলগ্ন থেকে আমরা বিভিন্নভাবে সহযোগীতা করে আসছি। এছাড়া আমি যখন ইউনিলিভারে কর্মরত ছিলাম তখন ইউনিলিভারের পক্ষ থেকে হাসপাতালের অপারেশন থিয়েটার কমপ্লেক্স করে দেয়ার বিষয়ে ভূমিকা রাখি। ভবিষ্যতেও আমাদের ক্লাবের পক্ষ থেকে এই সহযোগীতা অব্যাহত থাকবে। আমরা খুবই সৌভাগ্যবান ও গর্ববোধ করি এই হাসপাতাল নিয়ে। কারণ এই হাসপাতাল যারা প্রতিষ্ঠা করেছেন এবং যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তারা রোটারিয়ান ছিলেন এবং আমাদের ক্লাবের সদস্য ছিলেন। হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এই অনুদানের জন্য রোটারী ক্লাব অব চিটাগংকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন