শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে ইদ্রিস মিয়া-হেলাল উদ্দিন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বয়াক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

কমিটিতে বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটিতে আসা এই পদকে যাকাতি পদ হিসেবে আখ্যা দিয়ে তার ব্যক্তিগত ফেইসবুক ভেরিফাইয়েড আইডি (Mohammad Liaquat Ali)তে পোস্ট করে বিএনপির এই নেতা বলেন, দল আমাকে মুল্যায়ন করার অনেক চেষ্টা করেছে, আমাকে দেয়া যাকাতি পদটি অন্য কাউকে দিয়ে খুশি করুন,, আমি পদত্যাগ করলাম। এর কয়েক মিনিট পর একই আইডি থেকে আরও একটি পোস্টে লিয়াকত আলী লিখেন, দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যে লেয়াকত দেখা যাচ্ছে সেটি আমি নই। এই নিয়ে আলোচনা -সমালোচনা এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম হয়ে উঠেছে।
প্রসঙ্গত যুগ্ন আহবায়ক লিয়াকত আলীকে লিয়াকত হোসেন লেখায় অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। পরে দলের একাধিক সূত্রে জানা যায়। লিয়াকত হোসেনেই মূলত লিয়াকত আলী। দলিয় পদের মতো গুরুত্ব পুরনো জায়গায় নাম ভুল হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে দেখছে না দলের অনেক নেতা কর্মী।এই বিষয়ে আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে বলে মনে করেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

কমিটিতে অধিকাংশ ত্যাগী নির্যাতিত যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি হওয়ায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে কমিটি ঘোষণা করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসতে থাকে। অনেকে দীর্ঘদিন আটকে থাকা কমিটি প্রকাশ হওয়ায় উল্লাস প্রকাশ করেছে। তবে যুগ্ম আহ্বায়কের মধ্যে বারবার কারা নির্যাতিত জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী নাকি ভুলে লিয়াকত হোসেন এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ার মত লিয়াকত হোসেন নামে কোন ব্যক্তি নাই লিয়াকত আলীর নাম ভুলে ক্রমে লিয়াকত হোসেন লেখা হয়েছে বলেও একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন