শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালী‌তে নবজাতক ফিরলো মায়ের কোলে

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হাসপাতালে ভুমিষ্ট হওয়ার পরই নবজাতককে ফেলে কৌশলে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মায়ের কোলেই ফিরলো নবজাতক।

সোমবার রাত ৯টায় নবজাতক মেয়েকে মা অর্চনা বড়ূয়ার কোলে তুলে দেয়া বিষয়টি নিশ্চিত করে‌ছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার।

রোববার রাত সা‌ড়ে  ৯টায় গাইনী বিভাগে ডেলিভারির পরই কৌশলে নবজাতককে ফেলে পালিয়ে যায় মা। রোববার এই ঘটনা ঘটলেও সোমবার তা বাঁশখালীতে চাঞ্চল্য সৃষ্টি করে। এদিকে ফেলে যাওয়া নবজাতককে দত্ত্বক নেয়ার জন্য বেশ কয়েটটি দম্পতি আগ্রহ দেখিয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই দিন রাতে উপজেলার জলদি এলাকার সুবোধ বড়ূয়ার স্ত্রী ডেলিভারির জন্য হাসপাতালে আসেন। পরে তিনি একটি ছে‌লে সন্তান প্রসবের কিছুক্ষণ পরেই তিনি কৌশলে পালিয়ে গিয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় বিষয়টি জানান।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সফীউল কবির বলেন, বিষয়টি জানার পরে থানায় একটি জিডি হয়। পরে পুলিশ ওই মাকে খুঁজে পেয়ে হাসপাতালে নেয়ার পরে মায়ের কোলেই ফিরিয়ে দেয়া হয় ওই নবজাতককে।

হাসপাতালে নবজাতককে রেখে পালিয়ে যাওয়া ও পরে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ও চিকিৎসকের প্রচেষ্টায় আবার মায়ের কোলে নবজাতককে ফিরে যাওয়ার ঘটনাটি বাঁশখালী জুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। তবে কি কারণে, কেন ওই নবজাতকে ফেলে পালিয়েছিল মা তা জানা যায়নি।

শেয়ার করুন