পেনশনের টাকা নিয়ে জালিয়াতি অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পেনশনের টাকা নিয়ে জালিয়াতি অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়ে মিলেছে প্রাথমিক সত্যতাও।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) দুপুরে নগরের আগ্রাবাদে পিডিপির কার্যালয়ে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ আলম।
তিনি জানান, ১৯৯৯ সালে চট্টগ্রামে পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি লোহাগাড়া উপজেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনীত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর। সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত দুই ছেলে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবির কর্মকর্তাদের যোগসাজোশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাৎ এর অভিযোগ করা হয়।
অভিযানে যাওয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ে ১ এর উপসহকারী পরিচালক আপেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, মৃত কর্মচারীর স্ত্রী তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ড পত্র পর্যালোচনা করেছি। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এখন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগজাসসের যোগ সদস্যে যে অভিযোগ করা হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব। আমরা রেকর্ডপত্র গুলো সংগ্রহ করেছি।












