শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

৯২ দিন পর দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

প্রায় ৯২ দিন পর পূর্ণাঙ্গ হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ঠাঁই হয়েছে ৫৪ জনের। তবে বাদ পড়েছেন আংশিক কমিটিতে থাকা যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। এদিকে, কমিটিতে আগের বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামকে দেওয়া হয়েছে ‘সম্মানসূচক’ সদস্য পদ।

মঙ্গলবার (৬ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ৫৪ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আলী আব্বাসকে। আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে।

পূর্ণাঙ্গ কমিটিতে নতুন করে যাদের ঠাঁই হলো—

যুগ্ম আহ্বায়ক : আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী নেছার ও সাঈফুদ্দিন সালাম মিঠু।

সদস্য : শেখ মোহাম্মদ মহি উদ্দিন, ইফতেখার মহসিন চৌধুরী, মোস্তাক আহমদ খান, এনামুল হক এনাম, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মাস্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, ছলিম উদ্দিন চৌধুরী, মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাতুর রহমান চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ওসমান, জাগির আহমদ, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক বেলাল, জসীম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফজলুল কবির ফজু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ঈসমাইল, ইফতেখার হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহীম, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজীম, শাহাদাত হোসেন সুমন, মোস্তাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকাণ্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

শেয়ার করুন