শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে ‘থানার লুণ্ঠিত অস্ত্র’ সহ কুখ্যাত ‘ব্লেড মাসুম’ গ্রেফতার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জেলে পাড়া থেকে ৭.৬২ এমএম পিস্তলসহ সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রকাশ ব্লেড মাসুম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানার রানি রাসমণি ঘাট এলাকার সাগরিকা চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও লুটপাটের সময় সন্ত্রাসীদের হাতে চলে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে জেলে পাড়া রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে যৌথ তল্লাশি চেকপোস্ট পরিচালনা করেন। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল T-54, সিরিয়াল 49012810), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রসেস উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে “311” কোড লেখা ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামি স্বীকার করেছেন যে, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে লিপ্ত ছিলেন।

গ্রেফতার সাইদুর রহমান মাসুম (২৮), যিনি ‘ব্লেড মাসুম’ নামে এলাকায় পরিচিত, পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, তার অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন