শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বন্দর নগরীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক শীর্ষক মত বিনিময়সভা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানে বন্দর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মত বিনিময় সভা স্থানীয় ওমর শাহ পাড়া এলাকায় ২৭ জুন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বন্দর থানার সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর।

তিনি বলেন,গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিদায় সমকালীন বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। কিন্তু ছাত্র-জনতার এ অভূতপূর্ব গণজাগরণ-গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের টানা ষোলো বছরের চরম স্বেচ্ছাচারী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত শাসনের পতন আকস্মিক ঘটনা ছিল না। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণের বহুমাত্রিক পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র-জনতার এ অভ্যুত্থানের মধ্য দিয়ে। চরম দমন-নিপীড়ন মোকাবিলা করে বিরোধী রাজনৈতিক দলগুলো নৃশংস ফ্যাসিবাদী শাসন বিদায় দিতে জানবাজি লড়াই এগিয়ে নিয়েছে। শিক্ষার্থী-জনতা মিলে সেই লড়াই ছত্রিশ দিনে মরণপণ লড়াইয়ে পরিণত হয়েছে; হাসিনা সরকার উৎখাত হয়েছে।
আগামী নির্বাচনে নবীন এবং প্রবীণরা প্রাচীনতম সংগঠন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই।

মোঃ লোকমানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: তাজু উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোজাহের সও,মো রফিক সও. ওয়ার্ড বিএনপির সাবকে সাধারন সম্পাদক মো: জাহেদ,ইউসুফ রেজা মিন্টু, এড. মোঃ হাসান, নিজামুদ্দিন, মহিউদ্দিন আহমদ,
কামরুজ্জামান, জুবায়ের, আলী আজম, জাবেদ কায়সার, এস এম বখতিয়ার, মো: হোসেন মনা, ইব্রাহিম ফরাজী , মো: ফারুক,মো: টিপু সুলতান
আমির সুমন,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান,আজম উদ্দিন, আলী রাসেদ, সাইদুল আলম, মো: শাহজাহান, হাসান আলী,মামুনুর রশিদ, ছাদেক, পারভেজ, মোখলেস, কামাল, ইলিয়াছ,আজগর আলী, বাদশা,মো:মঞ্জু, জুয়েল,
জাহিদ,হানিফ,হারুনলালন, মাসুদ, এমদদাদ প্রমূখ।

শেয়ার করুন