শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে যুবককে পিটিয়ে হত্যা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে মোজাহের আহমদ (৩৫) নামে একজন যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মাগরিবের পর এ ঘটনা ঘটে।

পাররিবারিক সূত্রে জানা যায়, নিহত মোজাহের আহমদ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপ জানের বাড়ি শেয়ার আলী পুত্র । তিনি ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন আছে।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে এলাকা আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার মামলার শুনানি থাকাই মোজাহের আহমদ সকালে বাড়ি থেকে চট্টগ্রাম আদালতে যান। পরে বিকালে নিজ বাড়ি গন্ডামারা বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা হামলা করলে মোজাহের আহমদ পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে উদ্ধার করতে এসে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে রাত আনুমানিক ১০ টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করত: বাঁশখালী থানায় নেয়া হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি সাইফুল ইসলাম জানান।

শেয়ার করুন