বাঁশখালী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ গুনি শিক্ষক বাবু ননী কুমার দে আর নেই। ২৬ আগস্ট বুধবার দুপুর ১২.৩০ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোক গমন করেন।তিনি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত ভজহরিদের একমাত্র পুত্র ও গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক।
জানা যায়,বাঁশখালী উপকূলীয় এলাকা ৯ নং গন্ডামারা ইউনিয়নের অন্তর্গত প্রাচীনতম বিদ্যাপীঠ গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে ১৯৮৫ সালে শিক্ষকতা নামক মহান পেশায় যোগদান করে সহকারী শিক্ষক হিসেবে সুদীর্ঘ ৪০ বছর ওই বিদ্যালয়ে পাঠদান করান।চলিত বছরের ১১ জানুয়ারি,শিক্ষকতা পেশা হতে অবসর গ্রহণ করেন।
মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার নিজ এলাকাসহ অসংখ্য ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষক অসময়ে দুনিয়া থেকে চলে যাওয়ায় অনেকেই মর্মাহত হয়েছেন।
তার বিদাহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাপাসগোলা কলেজের সহযোগী অধ্যক্ষ হাসনাহেনা চৌধুরী, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দে, বর্তমান প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা প্রাবন্ধিক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদের, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, সাংবাদিক নজরুল ইসলাম, মোহাম্মদ হোসাইন সিকদার, এডভোকেট মুহাম্মদ আলী,চসিক ক্রোকী কর্মকর্তা এটিএম রুহুল আমিন চৌধুরী,পাঁচ নং ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন,শাহাদাত ইউসুফ চৌধুরী,লায়ন আতাউর রহমান চৌধুরী রোবেল ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ( সাংবাদিক) প্রমুখ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর, স্ত্রী,২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পৃথিবী থেকে বিদায় নিলেন এই মহান গুণী শিক্ষক। পারিবারিক সূত্রে জানা যায় আজ সন্ধ্যায় তার বাড়ীর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।












