বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ইপিজেড এলাকায় অবৈধ ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধের দাবিতে

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

দুর্ঘটনায় এড়াতে ফ্রি পোর্ট মোড় থেকে কলশীদীঘি রোড  বালুর মাঠ পর্যন্ত  ব্যাটারীচালিত  রিকশা ও অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।
সাম্প্রতিক চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রসহ  বেশ কয়েকটি মর্মান্তিক  দুর্ঘটনার কারণে  চট্টগ্রাম ইপিজেড মোড় থেকে কলসী দিঘী রোডে  ৫০০ গজ রাস্তায় বালুর মাঠ পর্যন্ত স্কুল মাদরাসা শিশু শিক্ষার্থীর নিরাপদে চলাচল ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে  অবৈধ ব্যাটারিচালিত রিকশা, এইচ পাওয়ার, টমটম, মাছরাঙা, গাড়ি  চলাচল বন্ধসহ  স্প্রিটব্রেকার স্থাপন করার  দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদ্রাসা,  স্কুল শিক্ষার্থী সহ  এলাকাবাসী।
২৭ সেপ্টেম্বর শনিবার  দুপুর  সাড়ে ১২ টার দিকে কয়েকশ স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ব্যবসায়ী ও এলাকাবাসী -” নিরাপদ পথ চলাচল ও দুর্ঘটনা মুক্ত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ” ব্যানারে বন্দর থানাদীন কলসি দিঘী  রোড বায়তুর রিদওয়ান জামে মসজিদ সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুস্টিত হয়।
এ সময় –  সাধারণ শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকদের দুর্ঘটনা মুক্ত  নিরাপদ পথ চলাচল  নিশ্চিত করতে ফ্রিপোর্ট মোড় থেকে কলসি দীঘি রোড বালুর মাঠ পর্যন্ত ৫০০ গজ রাস্তায়  অবৈধ ব্যাটারি চালিত রিকশা, এইচ পাওয়ার, টমটম, মাছরাঙ্গা,টু- স্টক সিএনজি  বন্ধের দাবি জানায়।
মানববন্ধনে আরো বলেন, ধুম পাড়ার এলাকার  একটি কিশোর গ্যাং এর লিডার টমটম, বেটারী চালিত রিকশা, এইচ পাওয়ার গাড়ীর  চাঁদাবাজরা মিলে এ অবৈধ গাড়ি চালিয়ে  চাঁদাবাজি করার  পরিকল্পনা সহ  আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দমকি এবং মিথ্যা  মামলা জড়ানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে।
এ সময় বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা কর্মীদের ব্যবহার করে  চাঁদাবাজরা পুনরায়  সক্রিয় হওয়ার চেষ্টায় চালাচ্ছে। যারা ৫ আগষ্টের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের দোসর ছিলেন। এ জনবসতি এলাকায় হাজার হাজার  শ্রমিক জনসাধারণ স্কুল মাদ্রাস শিক্ষার্থী  প্রতিনিয়ত চলাচল করে। প্রায় চার পাঁচ হাজার কম বেশী এই অবৈধ গাড়ি সংকীর্ণ রাস্তায়  চলাচল করলে – দুর্যোগ কালীন সময়ে,যেমন ফায়ার সার্ভিস,  মুমূর্ষ  রোগীর এম্বুলেন্স,  সহ নানান প্রতিকূলতা ও বাধার সমূখিন হয়।
বিভিন্ন প্রশাসনের নাম্ ভাংগিয়ে  ফ্রি -পোর্ট থেকে কলসি দিঘী  – আনন্দ বাজার এলাকায়  তিন, চার হাজার এই অবৈধ গাড়ি থেকে প্রতিমাসে  বিশ থেকে ৩০ লাখ টাকা চাঁদা আদায় করে চাঁদাবাজ রা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ  এলাকার সচেতন নাগরিক গার্মেন্টস কর্মী ও এলাকাবাসীরা রিপোর্ট মোড় থেকে বালুর মাঠ পর্যন্ত ৫০০ গজ রাস্তা  দুর্ঘটনা এড়াতে এই অবৈধ টমটম ব্যাটারি চালিত রিক্সা এইচ পাওয়ার, মাছরাঙা গাড়ি বন্ধ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন সম্পন্ন করেন।
শেয়ার করুন