শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীর সাঙ্গু নদীর পাড় হইতে অর্ধগলিত লাশ উদ্ধার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় সাঙ্গু নদীর পাড় হইতে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের রাতাখোরদো গ্রামের পশ্চিম সাঙ্গু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা লাশ ভাসতে থাকা দেখার বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন খোকা বলেন রাতাখোরদো গ্রামের সাঙ্গু নদীর পাড়ে লাশ ভাসতে থাকার বিষয়টি স্থানীয়রা আমাকে অবগত করলে তাৎক্ষণিকভাবে আমি বাঁশখালী থানায় বিষয়টি অবহিত করি ।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ শফিউল করিম বলেন খবর পাওয়া মাত্রই রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া কে ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে  বাঁশখালী আনোয়ারা সার্কেল অফিসার হুমায়ুন কবির মহোদয় ও আমিসহ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করি ।ভাসমান অবস্থায় পাওয়া লাশটির শরীর বিকৃত হওয়ার কারণে প্রথমে পুরুষ নাকি মহিলা তা বুঝা যায়নি ।পরে শরীরের বিভিন্ন স্থানে যাচাই-বাছাই করে প্রাথমিক ভাবে মহিলা হিসাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং সবকিছু যাচাই বাছাই করে অপমৃত্যু মামলা রুজু করা হবে বলে জানান।
শেয়ার করুন