রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি
 মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র
 ৭৫তম জন্মদিন আজ।
শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেস মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়।
এক নজরে শেখ হাসিনার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন।
শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রসংসদের সহ-সভাপতি মনোনীত হয়ে ছিলেন। একই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি হন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সব গণ-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীকালে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছয় বছর ভারতে অবস্থান করেন। ১৯৮০ সালে ইংল্যান্ডে থেকে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করেন। ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। ১৯৯৬ সালে
 নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন৷ ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন৷ এরপর ২০১৪ সালের জানুয়ারিতে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে আবারো জয়ী হয়।
এরপর পুনরায় ২০১৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ।
শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কার প্রদান করেন।
শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘শেখ মুজিব আমার পিতা’, ‘ওরা টোকাই কেন?’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’, ‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’, ‘সাদা কালো, সবুজ মাঠ পেরিয়ে’, ‘Miles to Go, The Quest for Vision-2021’ প্রভৃতি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পরিচালনা পরিষদের করোনা ম্যানেজমেন্ট সেলের ভাইস প্রেসিডেন্ট ও দাতা সদস্য এবং citynews24.tv প্রধান উপদেষ্টা  ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী বলেন ,বঙ্গবন্ধু ‌সোনার বাংলা গড়ার সপ্ন দে‌খে‌ছি‌লেন। তার সেই সপ্ন বাস্তবায়‌নে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। তার নেতৃ‌ত্বে আওয়ামীলী‌গ সরকা‌রের বি‌ভিন্ন মেয়া‌দে ‌গোটা দে‌শের উন্নয়নই হ‌য়ে‌ছে।
অব‌হে‌লিত দক্ষিনাঞ্চ‌লের উন্নয়নও হ‌য়ে‌ছে তার আম‌লে। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা সেতু, ব‌রিশাল বিশ্ববিদ্যালয়সহ বি‌ভিন্ন উন্নয়ন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকীতে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন citynews24.tv প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন । এক বিবৃতিতে তিনি বলেন বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে বাংলাদেশ নামক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পাওয়া যেত না। তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সোনার বাংলার স্বপ্ন বুননে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সমগ্র বাংলাদেশ উন্নয়নের যে রোল মডেল সৃষ্টি করেছে তা বিশ্বের দরবারে সমাদৃত। আজ বিশ্বের দরবারে বাঙালি জাতিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বহন করে চলছে এসব কিছুর একমাত্র আবেদন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার। তার ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করেন তিনি।
 রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনটি  উদযাপন উপলক্ষে সমগ্র বাংলাদেশ ব্যাপি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ আপামর জনতা নানান আয়োজন বিভিন্ন জায়গায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। নানা রং ও সা‌জের আলোকসজ্জার পাশাপাশি  বি‌শেষ বি‌শেষ স্থা‌নে শোভা পা‌চ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা সংবলিত তোরণ, ব্যানার ও ফেস্টুন। সেই সঙ্গে বিভিন্ন পোস্টে শোভা পা‌চ্ছে পদ্মা সেতু, রেললাইনসহ দ‌ক্ষিনাঞ্চ‌লের উন্নয়ন কর্মকা‌ন্ডের ছ‌বি সংব‌লিত প্লাকার্ড।
আরও পড়ুন  একদিনেই করোনার দাপটে আক্রান্ত ৮৪০৭ জন
শেয়ার করুন