শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বিচ্ছেদের গুঞ্জন উদ্দেশ্য-প্রণোদিত- বুবলী

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

চিত্রনায়ক নায়িকাদের বিয়ে বিচ্ছেদ গুঞ্জন নতুন কোন বিষয় নয়। অনেকে মনে করেন ছবির চরিত্রে অভিনয়ের মতো তাদের জীবন। আবার অনেক ভালো নায়ক-নায়িকার সুনাম ও প্রশংসা বিশ্বজুড়ে রয়েছে। ক’দিন আগেই শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর শাকিব খান ও তিনি একইদিনে সামাজিক মাধ্যমে জানান তাদের পুত্র সন্তান হয়েছে। সেদিন সন্তানের নাম এবং ছবিও প্রকাশ করেন দু’জন। সবশেষ বুবলী প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখও। শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই জোর গুঞ্জন তাদের বিচ্ছেদও হয়ে গেছে। ৮ মাস আগেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে। তবে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্য-প্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনবো? তাহলে তো ৮ মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধগম্য নয়।

এই নায়িকা আরও যোগ করেন, আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, ২০১৮ সালের ২০শে জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১শে মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।
শেয়ার করুন