চিত্রনায়ক নায়িকাদের বিয়ে বিচ্ছেদ গুঞ্জন নতুন কোন বিষয় নয়। অনেকে মনে করেন ছবির চরিত্রে অভিনয়ের মতো তাদের জীবন। আবার অনেক ভালো নায়ক-নায়িকার সুনাম ও প্রশংসা বিশ্বজুড়ে রয়েছে। ক’দিন আগেই শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর শাকিব খান ও তিনি একইদিনে সামাজিক মাধ্যমে জানান তাদের পুত্র সন্তান হয়েছে। সেদিন সন্তানের নাম এবং ছবিও প্রকাশ করেন দু’জন। সবশেষ বুবলী প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখও। শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই জোর গুঞ্জন তাদের বিচ্ছেদও হয়ে গেছে। ৮ মাস আগেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে। তবে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্য-প্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনবো? তাহলে তো ৮ মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধগম্য নয়।












