১৫ অক্টোবর ২১ ইং শুক্রবার সকাল ১১টায় শাহ আমানত খাঁন ও কদম মোবারক মুসলিম এতিমখানার পীর আউলিয়া গণের মাজার জিয়ারতের মাধ্যমে প্রফেসর ডা: এ এস এম ফজলুল করিম সমর্থিত ডা: এম এ তাহের খাঁন – এস এম মোরশেদ হোসেন- মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ পরিষদের নির্বাচনীয় আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু করা হয়।
এসময় মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ও হযরত শাহ আমানত খাঁন দরগাহ শরীফের মতোয়াল্লী শাহজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খাঁন।
এই প্যানেলে ডোনার মেম্বার ক্যাটাগরি পদ থেকে ভাইস প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মো: মোরশেদ হোসেন প্রচারণা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। প্রচারণা ও গণসংযোগে অংশগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পদপ্রার্থী ইঞ্জি: লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী, আব্দুল মান্নান রানা, ডা: মো: পারভেজ ইকবাল শরীফ , জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদপ্রার্থী সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো: সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী, লায়ন এসএম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ। কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে আলহাজ্ব মো: হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: আবু তৈয়ব, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা: ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (ডোনার ক্যাটাগরি), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার ক্যাটাগরি) প্রমুখ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৯৭১৪ জন আজীবন সদস্য রয়েছেন মূলত তাদের ভোটের মাধ্যমে এই নির্বাচন সংঘটিত হয়।
জনগণের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানে বিগত সময়ের পরিচালনা পরিষদের সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, অধ্যক্ষ লায়ন মোঃ সানাউল্লাহ ও এসএম কুতুব উদ্দিন সহ ১২ জন অকুতোভয় করোনা ফ্রন্টলাইনার যুদ্ধাদের সমন্বয়ে গঠিত করোনা ম্যানেজমেন্ট সেল টিম মহামারী করোনা ক্রান্তিলগ্নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দেশ ও দেশের বাইরে বেশ সুনাম অর্জন করেছে।
দীর্ঘ ১৬ মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে প্রার্থী এবং ভোটারদের মাঝে বেশ উচ্ছ্বাসের আনন্দ বয়ে চলছে।
নির্বাচনীয় গণসংযোগের এক পথ সভা কদম মোবারক মুসলিম এতিমখানা মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সৈয়দ মো: মোরশেদ হোসেন বলেন,জাতির কঠিন ক্রান্তিলগ্নে আমাদের এই প্যানেলের সদস্যরাই করোনা দুর্যোগে অবদান রেখেছেন মূলত তাঁদেরকে নিয়ে আমাদের এই প্যানেল সুসংগঠিত। করোনায় যাদের দেখা নাই, ভোট চাওয়ার অধিকার তাঁদের নেই। নির্মাণাধীন চলমান ক্যান্সার হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন ও আগামী চার মাসের মধ্যে আন্তর্জাতিক মানের কার্ডিওলজি ইউনিট চালুকরণ, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, এবং ডেন্টাল কলেজ প্রতিষ্ঠাসহ নির্মাণাধীন নতুন ভবন তৈরীর মাধ্যমে অতি দ্রুত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ মূল লক্ষ্য।
জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ বলেন, এক ঝাঁক অভিজ্ঞ সাহসী করোনা ফ্রন্টলাইনার নবীন ও প্রবীণদের নিয়ে আমাদের এই প্যানেল গঠিত। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, করোনা বিপর্যযে সময় চিকিৎসা সেবার দরজা যখন বন্ধ ছিলো তখন আমরাই বিগত কঠিন সময়ে কি কাজ করেছি সমগ্র বাংলাদেশ তথা চট্টগ্রামবাসী সহ আজীবন সদস্যরা অবগত আছেন। ইনশাল্লাহ বিজয় হতে পারলে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি এতদঅঞ্চলের মানুষের চিকিৎসা ব্যবস্থার শেষ ঠিকানার ভরসাস্থল হিসেবে পরিণত করতে চায় ।
ভাইস প্রেপসিডেন্ট পদপ্রার্থী ইঞ্জি লায়ন মো: জাবেদ আকতার চৌধুরী বলেন জীবনের মায়া ত্যাগ করে বৈশ্বিক মহামারীর সময় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একমাত্র সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে পাশে থাকবো। হাসপাতালের আজীবন সদস্যদের কাছে পুরো প্যানেলের জন্য দোয়া কামনা করেন।ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ ডঃ মোঃ সানাউল্লাহ বলেন মানবিক এবং মানবতার সেবাকে প্রাধান্য দিয়ে আমাদের এই অগ্রযাত্রা। সেবা একটি মহৎ গুণ তাই হাসপাতালে আজীবন সদস্যদের ভালোবাসায় বিজয় হলে শতভাগ জবাবদিহিতায় পরিচ্ছন্ন একটি মানসিক হাসপাতাল হিসেবে নির্মাণ করা হবে।
জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী এস এম কুতুব উদ্দিন বলেন দীর্ঘদিন যাবত হাসপাতালের উন্নয়ন,মানবিক হাসপাতাল হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে কাজ করে যাচ্ছি সবার সহযোগিতা আর ভালোবাসা পেলেই বিজয় আমাদের সুনিশ্চিত।
সংবাদটির পাঠক সংখ্যা : ৯৯












