বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রত্নগর্ভা ডাক্তার কামরুন নহার দস্তগীর

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। একাত্তর বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, জাতির ললাটে পরিয়ে দিয়েছে বীরত্বের তকমা।
মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ।গুটিকতক আলবদর-রাজাকার-শান্তি কমিটির সদস্য ছাড়া সমগ্র জনগোষ্ঠীই মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্ম ছিলেন। তবে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যুদ্ধ সংঘটিত করেছেন, প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে অবদান রেখেছেন তারা সূচনাতেই মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের কাছে সম্মানিত এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।
তাদেরই একজন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরী।
 
একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক হিসেবে বেশ সুনাম রয়েছে তার।সাবেক ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি,
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ,চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিজেকেএসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হিসেবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। 
 
তাঁরই প্রিয় সহধর্মিনী ডা: কামরুন নাহার দস্তগীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে স্বামীর কৃতিত্ব আর নিজের মেধা মনন বিকাশের মধ্য দিয়ে চট্টগ্রামসহ সারাদেশে একজন মানবিক গাইনী বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে অনন্য খ্যাতিও রয়েছে তাঁর।
 
ডাক্তার কামরুন হার দস্তগীর

প্রাথমিক ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে মেধার স্বাক্ষর রেখে উর্ত্তীন্ন হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পরে উচ্চতর ডিগ্রী এম.সি .পি এস, ডি.জি.ও ডিগ্রী লাভ করেন।

দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী ও অবস বিভাগের ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১২ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ পর হইতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে  পরপর তিনবার আজীবন সদস্যদের সর্বোচ্চ ভোটে কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। চট্টগ্রাম মা ও শিশুুু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য, মা ও শিশুু নার্সিং ইনস্টিটিউটের সদস্য, জাতীয় মহিলা সংস্থার চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মহিলা বিভাগের সহ-সভাপতি, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও  জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সহ চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রর সংসদে কালচারাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমান ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অফ সলিডারিটির (২১-২২) প্রেসিডেন্ট ও বাকলিয়া শহিদ এন এম এম জে বিশ্ববিদ্যালয় কলেজ,চট্টগ্রাম এর গভর্নিং বডির উপদেষ্টা  হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে ডাক্তার কামরুন নাহার দস্তগীর এক পুত্র ২ কন্যা সন্তানের জননী। ছেলে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর যিনি বর্তমানে কানাডায় রিনোন ল ফার্মে প্র্যাকটিসরত রয়েছেন।কন্যা সন্তান একটির মধ্যে একজন ডাক্তার সালমা দস্তগীর লন্ডন রয়েল ইনফর্মারি হসপিটালে কর্মরত অন্যজন ডক্টরেট নওরীন দস্তগীর লেস্টার ইউনিভার্সিটি ইউকে থেকে কার্ডিওভাসকুলার সাইন্সে (পিএইচডি ডিগ্রী অর্জন করে নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।
একজন বিনয় ভদ্র উচ্চতর যোগ্যতাসমন্ন রত্নগর্ভা মা হিসেবে ডাক্তার কামরুন নাহার দস্তগীরের দেশ-বিদেশে বেশ পরিচিতি রয়েছে।
ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত রাখার পাশাপাশি স্কুল ,কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক সংগঠনের মানবিক কর্মকাণ্ডের সাথে দীপ্ত প্রত্যয় নিয়ে করোনাকালীন মহা বিপর্যয়ে একজন সম্মুখ সারির করোনা ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসাবে মানব সেবার অন্যতম
কালজয়ী ডাক্তারি পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
একজন মহীয়সী নারীর মধ্যে একাধারে এতগুলো গুণ ও প্রতিভার সমাহার সত্যিই বিরল। একদিকে সাংগঠনিক দক্ষতা অন্যদিকে মানবিকতায় তিনি অনন্য উদাহরণ, অপরদিকে উদ্যোক্তা হিসেবে তিনি অসংখ্য মানুষের অনুকরণীয় আদর্শ।
আগামী ৩০ অক্টোবর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী নির্বাহী কমিটির কমিটি-২১ নির্বাচনে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সুদীর্ঘকালীন প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এ এস এম ফজলুল করিম সমর্থিত প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন- মোঃ রেজাউল করিম আজাদ -সৈয়দ মোঃ মোরশেদ হোসেন ও অধ্যক্ষ ডঃ মোঃ সানাউল্লাহ পরিষদ থেকে ডাক্তার কামরুন নাহার দস্তগীর (ব্যালট নম্বর-১) জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছেন।
উল্লেখিত পরিষদের ব্যানারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা হলেন ,প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডা: এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ মোঃ মোরশেদ হোসেন ( ডোনার),
ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ইঞ্জি: লায়ন মোঃ: জাবেদ আবছার চৌধুরী, আব্দুল মান্নান রানা, ডা: মোঃ পারভেজ ইকবাল শরীফ ,জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) পদপ্রার্থী, সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী, লায়ন এসএম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ।
কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে আলহাজ্ব মো: হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: আবু তৈয়ব , ডা: কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা: ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (ডোনার), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার) প্রমুখ।
এ ধরনের সমাস হিতৈষী ব্যক্তিরা মানবসেবায় দায়িত্ব পেলে দেশ ও জাতির উন্নয়ন ও সুন্দর সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস রাখেন সমাজবিজ্ঞানীরা ।
শেয়ার করুন