শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

শ্যামলী বাসের ধাক্কায় নিহত ৩

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

‌সি‌টি‌নিউজ২৪ ডেক্সঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সোয়াগাজী ইউটার্নে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হওয়ার ঘটনা জানা গে‌ছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।  নিহতরা হলেন- রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ঢাকা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে ইউটার্ন নেওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও ফখরুল আলম মারা যান। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান প্রাইভেটকার চালক বেলাল হোসেন।

ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন