শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

খরা থেকে রক্ষা পেতে ইসতিস্কার নামাজ আদায়ের পর বৃষ্টি

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন:
এদেশকে মরুময়তা ও খরা থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা মন্ত্রণালয়ের পক্ষে থেকে সবার সহযোগিতা চাই। আজ সোমবার বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন। রাজধানীর পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আর এই দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তেখার নামাজের আয়োজন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন।  ইসতিস্কার নামাজে হাজার হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন। আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনির ইমামতিতে দুই রাকাত ইস্তেখার নামাজ আদায় শেষে মহান রাব্বুল আল আমিনের দরবারে বৃষ্টি কামনা করে প্রার্থনা করা হয়।
নামাজ আদায়ের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসে। এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ ও মোনাজাতে অংশ নেন।
 এ নামাজে কোনো আজান বা ইকামত নেই। তবে জামাতের সঙ্গে আদায় করতে হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন, আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটিয়ে আমাদের দেশের মানুষের কল্যাণে বৃষ্টি দেন। আমরা আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করেছি। এ নামাজের পরপরই লোহাগাড়ায় বৃষ্টি শুরু হওয়ায় আনন্দ উদ্বেলিত হয়ে একে অপরের সাথে আলিঙ্গনের মাধ্যমে সাধারণ মানুষ শুকরিয়া জ্ঞাপন করছে মহান রবের কাছে। তাঁরা বলছেন এটা আল্লাহর রহমতের বৃষ্টি।
শেয়ার করুন