শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

জামালগঞ্জে পাগনার হাওরে জলাবদ্ধতা নিরসনের দাবীতে দুই ইউপির ১০ গ্রামের কৃষকদের মানববন্ধন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

ইফতিয়াজ সুমন সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ও ভীমখালি এই দুটি ইউনিয়নের পাগনার হাওরের পূর্বপাড় মল্লিকপুর,ভান্ডা ও রাজাপুরসহ ১০ টি গ্রামের হাজারো কৃষকের ১৫০০ একর বোরো জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে নালা খননের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ জানুয়ারি সকালে এই ১০ গ্রামবাসীর আয়োজনে মল্লিকপুর হাওরের পশ্চিম কান্দায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১০ গ্রামের হাজারো কৃষক অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মালিক,আব্দুস সামাদ,মো. আক্তার হোসেন,শিহাব উদ্দিন,আফজল হোসেন,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,শহিদুল ইসলাম,আরাফাত উল্ল্যাহ,মোস্তফা মেম্বার,আবুল কালাম,ইউপি মহিলা সদস্য ইনুফা আক্তার প্রমুখ।
কৃষকরা বলেন,দীর্ঘ ত্রিশবছর ধরে এই হাওরের লম্ববিল,বিনাজুড়া,লক্ষীপুর কানাই খালী নদীর তিন কিলোমিটার এলাকাজুড়ে ১০টি গ্রামের ১৫০০ একর বোরো জমি অনাবাদি থাকায় এখানকার কৃষকরা মানবেতর জীবনযাপন করে আসলে ও দেখার যেন কেউ নেই। নির্বাচন আসলে তৃণমূল থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হন জনগনকে আশ্বাস দেন নির্বাচিত হলে এই তিন কিলোমিটার নালা খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে দিবেন কিন্তু কেউ কথা দিয়ে কথা রাখেনি। অবিলম্বে এই হাওরের জলাবদ্ধতা নিরসনের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মেয়াজ্জেম হোসেন রতনের নিকট জোর দাবী জানান।

শেয়ার করুন