শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

যুবলীগ নেতা গ্রেফতারে বাঁশখালী যুবলীগের নিন্দা ও প্রতিবাদ 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালীতে নেতা সেলিম উদ্দিন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করায় নিন্দা ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাঁশখালী যুবলীগ।
রবিবার সন্ধ্যায় উপজেলার বাহারচড়া ইউপিস্থ নিজ বাড়ী থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায় বাঁশখালী থানা পুলিশ।এতে সোমবার উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত রশিদ চৌধুরী ও আরিফ মঈনুদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদসহ মিথ্যা মামলা প্রত্যারের দাবি জানিয়েছে উপজেলা যুবলীগ। গ্রেফতারকৃত সেলিম উদ্দিন চৌধুরী বাহারচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, বাহারচড়া ইউপি উপনির্বাচনের পরদিন সকালে স্থানীয় কিছু ছেলে জালাল উদ্দীন নামে এক লোকের বাড়ীতে হামলা চালানো খবর পেয়ে যুবলীগ নেতা সেলিম উদ্দিন সেই ছেলে গুলোকে লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেয়,পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চালে যায়,একই দিন সন্ধ্যায় আবার পুলিশ এসে সেলিম উদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেফতার করে নিয়ে গেছে।ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন,রবিবার সকালে যুবলীগ নেতা সেলিম উদ্দিন ও মোর্শেদ আলমসহ কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে আমার বসতঘরে ঢুকার চেষ্টাকালে আমার স্ত্রী তাদের বাঁধা দেয়, এসময় আমার স্ত্রী ফরহানা সোলতানাকে গালিগালাজ করে ধাক্কা দিয়ে তারা আমার ঘরে ঢুকে জিনিসপত্র নষ্ট করে, বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করিলে পুলিশ সেলিমকে গ্রেফতার করেছে।অপরদিকে সেলিম উদ্দিনের পরিবার ও স্বজনদের দাবি, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন ধরনের ঘটনা ঘটেনি, জালাল উদ্দীনের বাড়িতে ঘটনা হচ্ছে বলে খবর শুনে সেলিম উদ্দিন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে সবাইকে তাড়িয়ে দেন সেলিম। কিন্তু স্থানীয় কিছু কুচক্রী মহলের প্ররোচনায় জালাল উদ্দীন উল্টো সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ দিয়ে ধরে নিয়ে গেছে।গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর (নৌকা) মার্কার সমর্থনে কাজ করার কারণে বর্তমান সাংসদ মুজিবুর রহমান (সিআইপির) সমর্থিত জসিম উদ্দিন চৌধুরী খোকন (আনারস) প্রার্থী বাহারচড়া উপনির্বাচনে জিততে না পেরে ক্ষুব্ধ হয়ে গত জাতীয় নির্বাচনে যারা নৌকার পক্ষে ভোট করতে মরিয়া ছিলো তাদেরকে প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতন করছে বলে দাবি করেন তারা।

 

শেয়ার করুন