শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীত দুর্ধর্ষ সন্ত্রাসী নুমাইত্যাকে গ্রেফতার করেছে র‌্যাব

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালীর সরল ইউনিয়নের হাজিরখিল গ্রামে র‌্যাব-৭ অভিযান চালিয়ে ১৪ মামলার দুর্ধর্ষ সন্ত্রাসী নুর মোহাম্মদ (৩৮) প্রকাশ নুমাইত্যাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৩টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়েছে। সে হাজিরখিল গ্রামের মৃত শামসুল আলম প্রকাশ শামসুল ইসলামের ছেলে। র‌্যাব-৭ এর দল তাকে ৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় তার বসত বাড়ি থেকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার থানায় হস্তান্তর করেছেন। র‌্যাবের ডিএডি শেখ আলমগীর কবির বাদি হয়ে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
র‌্যাবের ডিএডি শেখ আলমগীর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বহু মামলার আসামী ও সন্ত্রাসী নুর মোহাম্মদ প্রকাশ নুমাইত্যার সরল ইউনিয়নের উপকূলীয় হাজিরখিল বসত বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানে নুমাইত্যার হেফাজতে থাকা ৫টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতা, ডাকাতি, অপহরণ, সন্ত্রাসী ঘটনাসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে ১৪টি মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার এসআই মোহাম্মদ আক্তার হোসাইন বলেন, র‌্যাব বাদি হয়ে নুর মোহাম্মদ প্রকাশ নুমাইত্যার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শেয়ার করুন