প্রতিবেদক- মোহাম্মদ মহিউদ্দিন ( চট্টগ্রাম) মহানগর:-
লায়ন এস এম কুতুব উদ্দিন নগরীর ৩৬ নম্বর ওয়ার্ড মধ্যম গোসাইলডাঙ্গা ফকিরহাট রোড হাজী ঠান্ডা মিয়া লেইনের খাজা ভিলাস্থ মৃত এস এম ইয়াছিনের দ্বিতীয় পুত্র। একজন নিবেদিত সমাজকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবেও বেশ সুনাম রয়েছে তাঁর।
মেসার্স গরিবে নেওয়াজ ডেকোরেটর,
কুতুব উদ্দিন এন্ড কোং (আমদানি- রপ্তানিকারক ) শীপ চেন্ডলিং এন্ড মেরিন কন্ট্রাক্টর, কনস্ট্রাকশন ঠিকাদারি ও সরবরাহকারী, ক্যারিংক কন্ট্রাকটর, জেনারেল মার্চেন্ট এন্ড কমিশন এজেন্ট ইত্যাদি প্রতিষ্ঠানের তিনি স্বত্বাধিকারী। ১৯৯৫ সাল থেকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সাথে স্বাস্থ্য সেবায় নিজেকে সম্পৃক্ত রেখে উক্ত প্রতিষ্ঠানে বহু পদে দায়িত্ব্ব্ব্ব পালন করে আসছেন ।
চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য একই সাথে হাসপাতালে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করার পাশাপাশি হাসপাতালের কার্ডিওলজি ইউনিট বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান ,করোনা ম্যানেজমেন্ট সেল ও ক্যান্সার হাসপাতাল রিসার্চ ইউনিটের জয়েন্ট মেম্বার সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক৩১৫-বি৪ এর ডিস্ট্রিক্টক সেক্রেটারি, লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর ডেকোরেটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম ডেকোরেটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, বন্দরনগরী চট্টগ্রাম ৩৬ নম্বর গোসল ডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, খুলশী ক্লাব লি: অফিসার্স ক্লাবের সদস্য, কদম মোবারক মসজিদ মুসলিম এতিমখানা ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ,চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি, কিডনি ফাউন্ডেশন চট্টগ্রাম, চট্টগ্রাম ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আজীবন সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন।
মহামারী করোনা বিপর্যয়ের সময় চিকিৎসা সেবায় যখন নাজুক পরিস্থিতি ছিল তখন হাসপাতালে ১২ জন অকুতোভয় করোনা ফ্রন্টলাইনার যোদ্ধাদের সাথে দিনরাত পরিশ্রম করে নগরবাসীর কাছে বেশ পরিচিতি লাভ করেছে লায়ন এসএম কুতুব উদ্দিন ।
জনগণের অর্থে পরিচালিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বর্তমান স্বাস্থ্য সেবার অগ্রগতি উন্নয়ন প্রত্যেকটি জায়গায় একজন সংগঠক হিসেবে তাঁর বিচরণ চোখে পড়ার মতো।
আগামী ৩০ অক্টোবর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী কমিটি (২০২১- ২৪) নির্বাচনে হাসপাতালে (চমাশিহার) প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ও বারবার নির্বাচিত সভাপতি প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম সমর্থিত ডা: এম এ তাহের খাঁন-এসএম মোরশেদ হোসেন-মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ পরিষদের জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন লায়ন এসএম কুতুব উদ্দিন ।
এই নির্বাচনকে ঘিরে কৌতূহলের শেষ নেই নগরবাসীর। লায়ন এসএম কুতুবু উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করায় বেশ সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ প্রচার মাধ্যম গুলোতে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভরপুর সোশ্যাল মিডিয়া প্রাঙ্গণ , এরকম একজন সমাজ সেবক পুনরায় স্বাস্থ্যসেবায় নিজেকে সম্পৃক্ত রাখার মননে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী কমিটি নির্বাচনে জয়েন্ট ট্রেজারার পদে অংশগ্রহণে মহাখুশি হাসপাতালের অধিকাংশ আজীবন সদস্যবৃন্দ, চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনসহ সাধারণ মানুষ।
উল্লেখিত পরিষদের ব্যানারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা হলেন ,প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডা: এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ মোঃ মোরশেদ হোসেন ( ডোনার),
ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ইঞ্জি: লায়ন মোঃ: জাবেদ আবছার চৌধুরী, আব্দুল মান্নান রানা, ডা: পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) পদপ্রার্থী, সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী, লায়ন এসএম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ। কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে আলহাজ্ব মো: হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: আবু তৈয়ব , ডা: কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা: ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (ডোনার), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার) প্রমুখ।
এ ধরনের সমাস হিতৈষী ব্যক্তিরা মানবসেবায় দায়িত্ব পেলে দেশ ও জাতির উন্নয়ন ও সুন্দর সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস রাখেন সমাজের বিশিষ্টজনরা।
সংবাদটির পাঠক সংখ্যা : ১১২