বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহামারীর দুর্যোগে চমাশিহায় যাদের অবদান বেশি তাঁদেরকে বিজয় করার আহ্বান- এম এ মালেক 

লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির ৪৪তম চার্টার এনিভার্সারি অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নবনির্মিত ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক বলেন বৈশ্বিক মহামারীতে যারা চিকিৎসা সেবায় চট্টগ্রামে অসামান্য অবদান রেখেছেন (প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম সমর্থিত ডা: এম এ তাহের খাঁন- এসএম মোরশেদ হোসেন- মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ পরিষদকে) পুনরায় হাসপাতালে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ শে অক্টোবর কার্যকরী পরিষদের-২১ নির্বাচনে ভোটারদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির সভাপতি ব্যাংকার লায়ন হাছান মাহমুদের সভাপতিত্বে  এবং লায়ন হুমায়ুন কবির, লায়ন মোঃ জাহাঙ্গীর আলম জোসেফ ও লায়ন নাসরিন আরা ফেরদৌস এর সঞ্চালনায় চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে চিটাগাং প্রেসিডেন্সির ৪৪তম চার্টার এনিভার্সারি অনুষ্ঠান ১২ অক্টোবর রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ৩১৫ বি৪ এর জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ (এম জে এফ )। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী (এম জে এফ)। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু  (এম,জে,এফ), কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী (পি এম জে এফ) এবং লেডি প্রেসিডেন্ট লায়ন জারিন তাসনিম মাইশা।
প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম শামসুল হক, লায়ন রূপক কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন মোঃ নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোঃ মোস্তাক হোসেন, লায়ন মোঃ শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুরুল আলম ও লায়ন কামরুন মা‌লেকসহ আ‌রো অ‌নে‌কেই।
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর টিম, গ্লোবাল একশ‌্যান টিম ক্লাবের সভাপতিদেরকে সম্মাননা প্রদান করা হয়। নতুন সদস্যদের কে শপথ বাক্য, গভর্নরের ব্যানার ও পিন পরিয়ে দিয়ে বরণ করে নেন জেলা গভর্নর।
ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট মরহুম লায়ন আলহাজ্ব মোহাম্মদ কিবরিয়া কে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রত্যেক প্রাক্তন জেলা গভর্নর ও প্রেসিডেন্টদেরকে উপহার সামগ্রী আর ফুল দিয়ে বরণ করার পর আজাদী ৬২ বছর পদার্পণ করায় এবং প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা  প্রদান করা হয়।
করোনাকালীন মহাবিপর্যয়ের সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন হাসপাতালে করোনা ম্যানেজমেন্ট সেলের সদস্যরা।
যেসব করোনা ফ্রন্টলাইনার যোদ্ধারা জীবন বাজি রেখে চট্টগ্রামসহ এতদঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন তাঁদের দ্বারা গঠিত চমাশিহার প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ও বারবার নির্বাচিত সভাপতি  প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম সমর্থিত ডা: এম এ তাহের খাঁন-এসএম মোরশেদ হোসেন-মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ পরিষদকে ক্লাবের পক্ষ থেকে সাহসী সন্তানদেরকে পরিচয় করে দিয়ে তাঁদের জন্য দোয়া কামনা করা হয়।
এসময় পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,
প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডা: এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ মোঃ মোরশেদ হোসেন (ডোনার), ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ইঞ্জি: লায়ন মোঃ: জাবেদ আবছার চৌধুরী, আব্দুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী প্রফেসর ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) পদপ্রার্থী  সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী, লায়ন এসএম কুতুবউদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ। কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে আলহাজ্ব মো: হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: আবু তৈয়ব , প্রফেসর ডা: কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা: ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (ডোনার), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার) প্রমুখ।
উল্লেখ্য ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ মোঃ মোরশেদ হোসেন (ডোনার), জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) পদপ্রার্থী  সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিনের পদে কেউ নির্বাচন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই প্যানেল থেকে দুজনেই নির্বাচিত হয়ে যান।
শেয়ার করুন